State

মোর্চা-মমতা সংঘাত তুঙ্গে

মোর্চার সঙ্গে রাজ্য সরকারের সংঘাত আরও বড় আকার নিল। পাহাড় সফররত মুখ্যমন্ত্রীর দাবি, ৪ বছরে জিটিএ-কে ৩ হাজার ৩০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র ও রাজ্য। এছাড়া ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে পানীয় জল প্রকল্পে। এই ৪ হাজার কোটি টাকার হিসেব দিতে হবে জিটিএ-কে। যদিও এভাবে হিসেব চাওয়াকে ভাল চোখে দেখছেন না মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। তাঁর দাবি, জিটিএ-র হিসেব পরীক্ষা করা হোক। হিসেবে কোনও গরমিল নেই। প্রতিবাদে আগামী ২৮ সেপ্টেম্বর পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে মোর্চা। এদিকে এদিন কালিম্পংয়ে তামাং উন্নয়ন পর্ষদের বার্ষিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি সাফ জানান, কথায় কথায় পাহাড়ে বন্‌ধ তিনি মেনে নেবেন না। ১৪টি বোর্ড রয়েছে তাঁর সঙ্গে। রয়েছেন পাহাড়ের মানুষজনও। তাঁদের নিয়েই বন্‌ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *